বগুড়ার ধুনট উপজেলার তিন ছাত্রলীগ নেতার মাথা থেকে অপারেশন করে পুলিশের ছোড়া ৯টি রাবারের গুলি বের করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বগুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে তাদের অপারেশনের মাধ্যমে গুলিগুলো বের করা হয়।
এর আগে গত ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে বিদ্ধ হয়েছিলেন তারা।
যাদের অপারেশন করা হয়েছে তারা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে গোসাইবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিয়ান রবিন (২৩), ভাণ্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী গ্রামের আল আমিনের ছেলে ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হৃদয় (২২) ও চুনিয়াপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আকাশ (২৩)।
অপারেশনের পর ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, তাদের মধ্যে রবিন, হৃদয়ের মাথা থেকে দুটি করে এবং আকাশের মাথা থেকে পাঁচটি রাবার বুলেট বের হয়েছে।
জানা যায়, আওয়ামী লীগের দুই পক্ষের ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চার রাউন্ড ফাঁকা গুলি এবং ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে ধুনট উপজেলা যুবলীগের সভাপতিসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে একই ইউনিয়নে মা ও ছেলে নির্বাচিত
ছাত্রলীগ নেতা সালেহ স্বপন জানান, সেদিন ছাত্রলীগের চার নেতার মাথায় গুলি বিঁধে। কিন্তু কয়েক মাস আগে তারা অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। তাদের মধ্যে তিনজনকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে মাথা থেকে ৯টি বুলেট বের করা হয়েছে। এছাড়াও গত পনেরো দিন আগে ধুনট হাসপাতালে নাসিম নামে এক ছাত্রলীগ নেতার মাথা থেকেও দুটি বুলেট বের করা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.