আগামী শিক্ষাবর্ষ থেকে এক হাজার আসন কমিয়ে ৬ হাজার করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। গুণগত আর কর্মমুখী শিক্ষা দিতেই এই উদ্যোগ বলছে প্রশাসন। একই ধরনের বিভাগগুলোর সাথে সমন্বয়, আর কিছু বিভাগের আসন কমানোই মূল লক্ষ্য বলছেন উপ উপাচার্য। এমন সিদ্ধান্তে সাধুবাদ জানালেন শিক্ষামন্ত্রী।
একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়। সময়ের সাথে বেড়েছে কলেবর। গেলো দুই দশকে এই বিশ্ববিদ্যালয়ের ৪৭ বিভাগ বেড়ে হয়েছে ৮৪টি। আছে ৯টি ইনস্টিটিউট। এখন ৩৭ হাজার শিক্ষার্থী।
নানা সময় নতুন বিভাগ খোলা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। তেমনি বর্তমান বাজারে ভাষা নির্ভর বিভাগের প্রয়োজনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। এমন বাস্তবতায় দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীতে প্রায় ১ হাজার আসন কমিয়ে করা হবে ৬ হাজার।
কোন প্রক্রিয়াতে কমানো হবে আসন? উপ উপাচার্য জানান, কিছু বিভাগকে অন্য বিভাগের সাথে সমন্বয় আর কিছু বিভাগের আসন কমানো যেতে পারে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দিপুমনি,শিক্ষামন্ত্রী।
২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭ হাজার ১৪৮ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.