ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২২ ২৩:২১:২১ আপডেট: ০৮ জানুয়ারী ২০২২ ২৩:২৩:৫০
যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রেমিক-প্রেমিকা যুগলের মরদেহ উদ্ধার করেছে গাছা থানা-পুলিশ। 

শনিবার (৮ জানুয়ারি) নগরের গাছা থানাধীন জাঝর উত্তরপাড়া এলাকা থেকে ওই মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতুয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে লিমা আক্তার (২৫)। তিনি স্থানীয় একটি সোয়েটার ফ্যাক্টরির মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। 

অপরজন সিলেট সদর থানার বোরাইয়া গ্রামের রজত কান্তি চৌধুরী (৩৭)। তিনি গাজীপুরের সিগমা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। 

পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কালীগঞ্জের বেতুয়া গ্রামের লিমা আক্তার এক সময় গাজীপুর শহরের সিগমা ডায়াগনস্টিক সেন্টারে নার্সের চাকরি করতেন। সেখানে চাকরি করা অবস্থায় ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক রজত কান্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি হলে লিমা সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে গাছায় চাকরি নেন। একমাস আগে লিমা গাজীপুর মহানগরীর জাঝর উত্তরপাড়ায় ভাড়া বাসায় ওঠেন। রজত কান্তি সেখানে নিয়মিত তার সঙ্গে দেখা করতে আসতেন। 

লিমা আক্তার গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে কারখানা থেকে বাসায় আসেন। শুক্রবার কারখানা বন্ধ ছিল। শনিবার লিমা কারখানায় না যাওয়ায় মালিকপক্ষ দুপুরে বাসায় লোক পাঠিয়ে দেখতে পায় তার রুমের দরজা বন্ধ। 

ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পায় লিমা ও রজত কান্তি গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আছে। খবর পেয়ে গাছা থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পরকীয়ার জের ধরে রাতের কোনো এক সময়ে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads