ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি পাহাড়ি ঝর্ণার পাথর ভেঙে পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩২ জন আহতের পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।
শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে মিনাস জেরাইস রাজ্যে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ঝর্ণা ধসের ঘটনা ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: ঘরে ফিরলো মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই আফগান শিশু
পুলিশ জানিয়েছে, লেকের পাড়ে অবস্থিত ওই পাথুরে ঝর্ণার একটি অংশ হঠাৎ ভেঙে লেকে ভেসে থাকা তিনটি নৌকার ওপর পড়ে যায়। এতে দুটি নৌকা বেঁচে গেলেও একটি নৌকা পুরোপুরি পানিতে ডুবে যায়।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.