ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

ঘরে ফিরলো মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই আফগান শিশু

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২ ১১:২০:৪৩ আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ ১৬:১৪:৫২
ঘরে ফিরলো মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই আফগান শিশু

তালেবানের কাবুল দখলের সময় বিমানবন্দরের কাঁটাতারের দেয়াল পেরিয়ে মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই শিশুটির কথা মনে আছে? অবশেষে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

সোহেল আহমেদ নামে মাত্র দুই মাস বয়সী ওই শিশুটি গত ১৯ আগস্ট কাবুল বিমানবন্দরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যায়। হাজার হাজার মানুষের ভিড়ে শিশুটিকে রক্ষা করতে তাকে দেয়াল পেরিয়ে মার্কিন সেনাদের হাতে তুলে দেয় তার বাবা-মা। 

পরে তারা নিজেরা বিমানে উঠতে পারলেও সোহেলকে আর পরে খুঁজে পাননি। তাকে ছাড়াই যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হন তারা। 


এরপর প্রায় পাঁচমাস পেরিয়ে গেলেও তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার। শেষমেশ তাকে খুঁজে বের করে কাবুলে তার দাদা-দাদির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ব্রাজিলে ঝর্ণা ধসে সাতজনের মৃত্যু

জানা গেছে, কাবুলে হামিদ সাফি নামে এক ট্যাক্সি চালকের কাছে এতদিন ছিল সোহেল। বিমানবন্দরে তাকে খুঁজে পাওয়ার পর এতদিন তাকে নিজের ছেলে হিসেবে বড় করার জন্য নিজের কাছে রেখেছিলেন তিনি। 

তবে গত সাত সপ্তাহ ধরে পুলিশের সাথে আপোষের পরও তিনি শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। শেষে পুলিশ তাকে আটক করতে বাধ্য হয়। এরপর শিশুটিকে ফিরিয়ে দিতে সম্মত হন তিনি। 

এখন যুক্তরাষ্ট্রে থাকা বাবা-মা ও ভাইবোনের কাছে সোহেলকে পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads