বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পঞ্চাশতম বার্ষিকীতে, দশ দেশের ছয়'শ প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২। ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয় এ ম্যারাথন।
দুই দলে ভাগ হয়ে শুরু হয় প্রতিযোগিতা। প্রথম দলে ১৫০ জন প্রতিযোগী ৪২ কিলোমিটার পথ পাড়ি দেবেন। আর দ্বিতীয় দলে ৪৫০ জন প্রতিযোগী দৌড়াবেন ২১ কিলোমিটার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার এ সময়েও দেশে আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে এই প্রতিযোগিতার কলেবর আরো বাড়বে।
অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণই বলছে আগামীতে এটি আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.