ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

মাস্ক বাধ্যতামূলক, পরিবহনে অর্ধেক যাত্রী

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২২ ১৮:৫৬:৩৮ আপডেট: ১০ জানুয়ারী ২০২২ ২০:৫৬:২৫
মাস্ক বাধ্যতামূলক, পরিবহনে অর্ধেক যাত্রী

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তির দিকে। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হয়েছে সরকার। জারি হয়েছে ১১ দফা বিধিনিষেধ। মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, গণপরিবহনর আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিতে বলা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এই ১১ দফা বিধিনিষেধ জারি করে প্রজ্ঞাপন দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে এই বিধিনিষেধ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান নিশ্চিত করতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য দেখাতে হবে টিকা সনদ।

আরও পড়ুন: করোনা প্রতিরোধে ১১ বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে আসন সংখ্যার অর্ধেক সংখ্যক যাত্রী যাতায়ত করতে পারবে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ আলাদাভাবে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবেন।

সব যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন করতে হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আরও ২ হাজার ২৩১ রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। 


একাত্তর/এআর 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads