সারাদেশে আগামী দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ১৬ জানুয়ারির পর শীত বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, মঙ্গল এবং বুধবার দুইদিন রোদ কম থাকবে। সেইসাথে কিছুটা মেঘে ঢাকা থাকবে আকাশ।
এরপর একদিনের জন্য তাপমাত্রা কিছুটা বেড়ে আবারও মেঘের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখের পর কমতে পারে তাপমাত্রা।
এদিকে দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীত। কুয়াশার কারণে দিনেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনতি রোগীর সংখ্যা।
আরও পড়ুন: খেলা দেখতে লোকালয়ে হাজারো রোহিঙ্গা, নিরাপত্তা নিয়ে সংশয়
ঘন কুয়াশায় দূর্ভোগে পড়েছে কুড়িগ্রামের জনপদ। দুইদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে।
মঙ্গলবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। শীতে দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধ, এবং খেটে খাওয়া মানুষ।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.