দেশের প্রথম জেলা হিসেবে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকার আওতায় এনেছে বাগেরহাট। এ মাসের মধ্যে ১৮ বছরের ওপরে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বাগেরহাট সদর হাসপাতালে টিকা কেন্দ্রের সামনে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের লম্বা লাইন। তাদের মধ্যে অনেকেই প্রথম ডোজ টিকা নিয়ে দ্বিতীয় ডোজ নিতে টিকাকেন্দ্রে এসেছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, 'শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আমারা বোঝাতে সক্ষম হয়েছি যে, টিকা নেওয়া বাধ্যতামুলক। ১২ থেকে ১৭ বছর বয়স্ক সব শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া নিশ্চিত করা হয়েছে।'
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফোমের গুদামে আগুন
এখন তাদের লক্ষ্য হলো জানুয়ারি মাসের মধ্যে ১৮ বছরের ওপরে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বাগেরহাট জেলায় মোট জনসংখ্যা ১৭ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন। এর মধ্যে ৭০ শতাংশ মানুষ করোনার টিকা পাবে।
সেই হিসেবে বাগেরহাটে ১২ লাখ ২১ হাজার ১০৫ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এরিমধ্যে জেলায় মোট ১০ লাখ ৭ হাজার ৭ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৮৯৫ জনকে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.