শেরপুরে তৃষ্ণার্ত বাবাকে পানি পান করাতে গিয়ে চার বছরের একটি কন্যা শিশু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) জেলার নালিতাবাড়ী উপজেলার শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজিরখামার সড়কের গাগলাজানি গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আলমিনা (৪)। সে গাগলাজানি গ্রামের আলম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলম মিয়া বাড়ির কাছে ধানক্ষেতে কাজ করছিলেন। পিপাসা পেলে তিনি স্ত্রীর কাছে পানি চান। এসময় স্ত্রী বাড়ি গিয়ে মেয়ে আলমিনাকে বাবার জন্য পানি নিয়ে যেতে বলেন। পরে বোতলে পানি নিয়ে রাস্তা পার হয়ে বাবার কাছে যাওয়ার সময় বিপরীত থেকে আসা মালবোঝাই একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আলমিনা।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদল বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় ইজিবাইকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।
আরও পড়ুন: শনিবার থেকে আগের ভাড়াতে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.