নিখোঁজের দুই দিন পর গাজীপুরের কাশিমপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাঈদা গাফফারের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যায় জড়িত একজনকে আটকও করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ পাইনশাইল এলাকার ঢাবি শিক্ষকদের আবাসন প্রকল্পের ভেতর থেকে গলায় ওড়ানা প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম আনারুল (২৫)। তিনি গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে। পেশায় আনারুল রাজমিস্ত্রি।
এর দুই দিন আগে গাজীপুরের কাশিমপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের মেয়ে সাহিদা আফরিন।
সাঈদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন, আনারুলের দেওয়া তথ্যে সাঈদা গাফফারের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: করোনায় একদিনে শনাক্ত প্রায় সাড়ে চার হাজার, মৃত্যু ছয়
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রফেসর সাঈদা গাফফারের হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চায় রাজমিস্ত্রি আনারুল। তখন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে আনারুল।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.