ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

যে কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

শারমিন নীরা, একাত্তর
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২২ ২০:৪৮:৩৬ আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ ২১:০৬:১২
যে কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তাই এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এখন পর্যন্ত ৮৫ লাখেরও বেশি শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। সোমবার একটি কেন্দ্রে ছয় হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার মাধ্যমে শেষে হচ্ছে রাজধানীর শিক্ষার্থীদের প্রথম ডোজ দেয়া।

দেশে করোনা সংক্রমণ শনাক্ত চলতি মাসেই ছাড়িয়েছে চার হাজারের ঘর। কারিগরি কমিটির সাথে এরই মধ্যে বৈঠক করেছে দুই মন্ত্রণালয়।

এমন বাস্তবতায় কি সিদ্ধান্ত আসছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কারো বক্তব্য না পেলেও শিক্ষামন্ত্রী বলছেন, এখনই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন বজায় রেখে করোনার প্রকোপ মোকাবিলা করতে হবে। তবে প্রয়োজন দেখা দিলে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠান বন্ধ হলে টিকা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তবে, পরিস্থিতি খারাপ হলে বিকল্প ভাবনার কথাও জানান তিনি।

প্রশ্ন ছিলো এসএসসি এইচএসসি পর্যায়ের পরীক্ষার্থী বাদে অন্য পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাসের সংখ্যা কমানো নিয়ে। জবাবে কারিগরি কমিটির সাথে আবারো বৈঠকের কথা জানান তিনি।

আরও পড়ুন: ভোটের উৎসবে যত বিপত্তি ইভিএমের ধীরগতিতে

এদিকে এখন পর্যন্ত ১২-১৮ বছর বয়সী প্রায় ৮৫ লাখ শিক্ষার্থী এসেছে প্রথম ডোজ টিকার আওতায়। ঢাকা মহানগরীতে মাত্র ছয় হাজার শিক্ষার্থী প্রথম ডোজ টিকার বাইরে আছে।

বাকি থাকা প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীর টিকা চলতি মাস শেষ হবার আগেই দেয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।

একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads