ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার সময় মুম্বাইয়ের অদূরে নৌবাহিনীর ডকইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সঙ্গে অস্ত্র বা গোলাবারুদের কোনও যোগসূত্র নেই। তবে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে থাকা সরঞ্জামের বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। বিস্ফোরণের পরপরই ক্রুরা দ্রুত পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৮ অক্টোবর ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হয় আইএনএস রণবীর। ২০২১ সালের নভেম্বর থেকে জাহাজটি ইস্টার্ন ন্যাভাল কমান্ডে আন্তঃউপকূলীয় অভিযানে মোতায়েন ছিল। জাহাজটির কিছুদিন পর ঘাঁটিতে ফেরার কথা ছিল।
এদিকে, সামনেই রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি করা হয়েছে সতর্কতা।
এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতের নৌবাহিনীর এই যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.