রাজধানীর মগবাজার মোড়ে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব (১৪) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। কিশোর রাকিব ফুটপাথে ফেরি করে মাস্ক বিক্রি করতো বলে জানা গেছে।
আরেক ফেরিওয়ালা হারুনুর রশিদ জানান, গাজীপুরগামী আজমেরী পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস মগবাজার মোড়ে পাল্লা দিয়ে যাওয়ার সময়ে ছেলেটি দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে বিকেল পাঁচটা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অজ্ঞান পার্টির খপ্পরে ৫০ হাজার টাকা খোয়ালেন সাংবাদিক
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
জানা গেছে, রাকিব ময়মনসিংহ জেলার দোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে মগবাজার পেয়ারাবাগে থাকতো এবং ফেরি করে মাস্ক বিক্রি করতো বলে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.