ঘানার একটি খনি শহরের কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২১ জানুয়ারি) বোগোসো শহরের কাছে বিস্ফোরক দ্রব্য বহনকারী একটি গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে শহরে ভবনের ধ্বংসস্তূপের ওপরে ঘন কালো মেঘের ধোঁয়া দেখা গেছে। সেইসাথে দেখা গেছে নিহতদের ক্ষতবিক্ষত মরদেহ।
এ ঘটনায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।
প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। আশেপাশের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের।
সেইসাথে আবারও বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ মোতায়েন করা হয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.