কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে বরফঢাকা মাঠে এক শিশুসহ চারজনের মরদেহ খুঁজে পেয়েছে কানাডার পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) ম্যানিটোবার এমারসনের কাছাকাছি এক নারী, এক পুরুষ, এক কিশোর এবং এক শিশুর ওই মরদেহ পাওয়া যায়। তারা একটি ভারতীয় পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, তীব্র ঠাণ্ডার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। সেদিন ওই অঞ্চলের তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
ওই পরিবারটি কানাডা থেকে সীমান্ত পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছিল বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু
ম্যানিটোবা রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অবৈধভাবে সীমান্ত পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে একটি দলকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেওয়ার সাথে জড়িত রয়েছে একটি চক্র। এই দলের সাথে যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো এক পর্যায়ে আলাদা হয়ে পড়ে ভারতীয় ওই পরিবারটি।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.