ইয়েমেনের একটি বন্দি শিবিরে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৩০ জন।
ইয়েমেনের উত্তরাঞ্চলে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি জোটের অভিযান বাড়তে থাকার শুক্রবার (২১ জানুয়ারি) এ বিমান হামলা হলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হুথি বিদ্রোহীদের প্রকাশ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দি শিবিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে একাধিক মৃতদেহ পড়ে আছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, জনবহুল এলাকায় জোটের বিমান হামলা একটি মর্মান্তিক ঘটনা।
আর জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, এই বিমান হামলায় তিনজন শিশু নিহত হয়েছে। বন্দি শিবিরের কাছেই একটি ফুটবল মাঠে ওই শিশুরা খেলছিলো, এমন সময় বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে তারা মারা যায়।
এদিকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা অভিযোগ করেন, এই হামলার পিছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী রয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে বিদ্রোহীরা।
আরও পড়ুন: নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত, রাজধানীর সড়কে অবরোধ
যদিও এ হামলার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী।
উল্লেখ্য, ২০১৫ সালে হুথি বিদ্রোহীরা সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের পরিস্থিরিতিতে হস্তক্ষেপ করে। সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির কয়েক হাজার লোক নিহত হয়েছেন এবং এ গৃহযুদ্ধ প্রতিযোগী আঞ্চলিক শক্তির মধ্যে একটি ‘প্রক্সি’ যুদ্ধে পরিণত হয়েছে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.