ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এই উত্তেজনা বন্ধ করা প্রয়োজন।’
শুক্রবার দেশটির একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর চালানো এক হামলায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারায়। তবে শনিবার এক বিবৃতিতে তারা এই হামলা চালায়নি বলে দাবি করে।
কারাগারে এবং একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলা চালানোয় গুতেরেস হতবাক হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৭০
বিবৃতিতে বলা হয়, এ হামলায় সংঘাতপূর্ণ দেশটিতে ‘অতি গুরুত্বপূর্ণ’ ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইসঙ্গে সোমবার আবুধাবিতে চালানো হামলারও নিন্দা জানান তিনি।
এছাড়াও বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেন গুতেরেস।
সামরিক অভিযানের ঝুঁকি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নতুন বছরের ভাষণ দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় গুতেরেস সংযুক্ত আরব আমিরাতে হুতিদের হামলাকে ‘দু:খজনক’ এবং ‘মারাত্মক ভুল’ বলে অভিহিত করেন।
একাত্তর/টিএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.