আফ্রিকান নেশন্স কাপের ম্যাচকে কেন্দ্র করে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এতে ডজনখানেকের মতো মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) দেশটির পউল বিয়া স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আগে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার।
ঘটনার সময় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে ঢোকার জন্য মরিয়া হয়ে আছেন। অন্যসূত্রে জানা যায়, এসময় বেশ কয়েকটি শিশু অচেতন হয়ে পড়ে।
আরও পড়ুন: মা হবার খবর দিলেন তামিমা, পাশে ছিলেন নাসির
করোনার কারণে ৬০ হাজার মানুষ ধারণের ক্ষমতা থাকলেও স্টেডিয়ামে ৮০ শতাংশ দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু ম্যাচের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, প্রায় ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিল।
হতাহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নার্স ওলিঙ্গা প্রুডেন্স।
আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করে কী ঘটেছিলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।
এদিকে হতাহতের ঘটনার পরও স্টেডিয়ামটিতে ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ২-১ গোলে জয় পায় স্বাগতিকেরা।
একাত্তর/টিএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.