চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শুক্রবার (২৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রী।
মূলত আকাশে মেঘ কেটে যাওয়ায় এবং ঘন কুয়াশা না থাকায় তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, আবহাওয়া এরকম থাকলে তাপমাত্রা আরও কমতে পারে। অতীতের রেকর্ড অনুযায়ী বিশেষ করে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে শ্রীমঙ্গলের তাপমাত্রা কমতে থাকে।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ৫৯
এদিকে সকালের দিকে হাল্কা কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরি করে। ফলে কনকনে ঠাণ্ডা বাতাস ও শীতের তীব্রতা থাকায় চা শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.