আরেক দফা দাম বেড়েছে সয়াবিন তেল, মসুর ডাল, আদা, লবঙ্গ ও এলাচের। টিসিবি সূত্র বলছে, শীতের সব সবজি বাজারে চলে এলেও এখনো হাতের নাগালে আসেনি সব সবজির দাম।
সোমবার (২৮ জানুয়ারি) রাজধানীর কাওরানবাজারে সরেজমিনে ঘুরে একই দৃশ্য দেখা যায়। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং চান ক্রেতারা।
গত সপ্তাহেও সয়াবিন বিক্রি হতো ১৬০ টাকা লিটারে এখন এর দাম বেড়ে হয়েছে ১৬৫ টাকা। ১৪০ টাকায় বিক্রি হওয়া খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫ টাকা লিটারে।
তেলের পাশাপাশি দাম বেড়েছে বিভিন্ন প্রকার ডালের। মশলার দামও বাড়তি।
শীত যায় যায় অবস্থায়ও সহনীয় পর্যায়ে আসেনি সবজির দাম। মুলার কেজি এখনও ৪০ টাকা।
ফুলকপি-বাঁধাকপির প্রতিটি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। এছাড়া ঢেঁড়সের কেজি ১২০, করলা ৮০ আর
বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে।
প্রতি পিচ লাউ কিনলে গুনতে হচ্ছে ১২০-১৫০ টাকা। তবে ঝাল নেই কাঁচা মরিচের। বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে।
গত সপ্তাহের দামেই এ সপ্তাহে বিক্রি হচ্ছে সব প্রকার মাছ।
ভোক্তারা বলছেন, পণ্য-মূল্যের লাগাম টানতে বাজার মনিটরিং নিয়মিত হওয়াটা জরুরি। না হলে তিন বেলা খাবারের সংস্থান করতে কষ্ট হবে তাদের।
আরও পড়ুন: মোটা চালের দাম কমছে
সিবির তথ্য বলছে গেল এক সপ্তাহে মাঝারী চাল, প্যাকেটজাত আটা, খোলা ময়দা, ডিম, দেশি পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগীর দাম কমেছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.