রাজধানীতে বেড়েই চলেছে মাদকের ব্যবহার। মাদক নিয়ন্ত্রণে রোজই অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি'র অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫১৫ পিস ইয়াবা, ৪৮ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৩৬ বোতল ফেনসিডিল ও এক হাজার ৩৪৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, হ্যাটট্রিক জায়েদ খানের
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে কয়েকশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ডিএমপি।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.