অপ্রদর্শিত টাকা বা কালো টাকা আবারো পুঁজিবাজারে বিনিয়োগ সুযোগ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর মার্চেন্ট ব্যাংকগুলো বলেছে বড় কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আনতে কর ছাড় দেওয়া প্রয়োজন।
মঙ্গলবার সকালে আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রাক বাজেট আলোচনায় বসে জাতীয় রাজস্ব বোর্ড। আলোচনায় তারা এই দাবি জানান।
সভায় মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়, পুঁজি বাজারে এখনো প্রত্যাশা অনুযায়ী দেশি এবং বিদেশি বিনিয়োগ নেই। বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের তালিকাভুক্তিও এখনো অনেক কম। এদের শেয়ারবাজারে আনতে কর ছাড়সহ কিছু নীতিগত উৎসাহ দেয়া প্রয়োজন বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা।
আর ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেছে, বিনিয়োগ বাড়াতে আবার অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ দরকার। বন্ডকেও উৎসাহ দেয়ার প্রয়োজন মনে করছেন তারা।
এসময় এনবিআরের আয়কর বিভাগের এক সদস্য বলেন, করের টাকায় সরকার চলে, তাই সব কিছুতে কর ছাড় চাওয়া ঠিক নয়।
এনবিআর এর আরেক সদস্য মাসুদ সাদিক সভাপতিত্বে এই সভায় আলোচিত হয় আর্থিক খাতের আরো নানা বিষয়।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.