আসছে রমজানে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়েছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, রমজান উপলক্ষে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি চালের দাম বাড়বে না। কারণ খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। মার্চ মাস থেকে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। চালের দাম বাড়বে না ওই সময়।
তিনি বলেন, প্রয়োজনে খোলা বাজারে চাল বিক্রি আরও বাড়ানো হবে। এ ছাড়া প্রয়োজন হলে চাল আমদানি করা হবে।
ইউএসডিএ (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের (ইউএসডিএ) বরাত দিয়ে সচিব বলেন, আমাদের উৎপাদন ভালো হলেও তারা আমদানি করার কথা বলেছে। কিন্তু আমরা চাচ্ছি আমদানি না করতে। আমদানি না করে যদি আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, তাহলে এটা এস্টাবলিস্ট করতে পারবো যে আমরা স্বয়ংসম্পূর্ণ।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
২০ লাখ টনের বেশি খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্য সচিব বলেন, মিলাররা আমার কাছে চাল বিক্রি করতে চাচ্ছে। তার মানে মোটা চালের দাম আর বাড়বে না। এটা কমেই যাবে। ধান উঠলে তো আরও কমবে।
খাদ্য সচিব আরও বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়ছে। আমি মনে করি এটা সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে কন্ট্রোল হবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.