বিপিএলের এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে বরিশালের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগের ম্যাচের মতো আজও ব্যাট হেসেছে ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিনের। পাওয়ার প্লে’তে বরিশালের বোলারদের তুলোধুনো করে ২১ বলে তুলে নেন ফিফটি।
আর ইনিংস শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৫১। শিরোপ জিততে বরিশালের লক্ষ্য ১৫২ রান।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন সিরিজের সবচেয়ে কম খরচে আফগান বোলা মুজিব উর রহমানে শুরুতেই অ্যাটাক করেন নারিন। ইনিংসের প্রথম ওভারেই দুই ছক্কা ও এক চারের মারে ১৮ রান তুলে নেন এ বাঁহাতি ব্যাটার।
পাওয়ার প্লের শেষ ওভারে নারিনকে প্যাভিলিয়নে ফেরান মেহেদি হাসান রানা। ততক্ষণে নারিনের নামে পাশে যোগ হয়ে যায় ২৩ বলে ৫৭ রান। যার মধ্যে পাঁচটি করে চার ও ছক্কার মার রয়েছে।
এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এর চেয়েও বিধ্বংসী ছিলেন নারিন। চট্টগ্রামের বোলারদের গুঁড়িয়ে মাত্র ১৩ বলে করেছিলেন ফিফটি। যা বিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। সেদিন আউট হওয়ার আগেও ঠিক ৫৭ রান করেছিলেন নারিন, তবে মাত্র ১৬ বল খেলে।
তবে নারিন ফেরার পর, লিটন, ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েসরা খুব একটা সুবিধা করতে পারেননি। শেষে মঈন আলী হাল ধরেন আবু হায়দার রনিকে নিয়ে।
মঈন ব্যক্তিগত ৩৮ রানে রান আউন হন, আর রনি ১৯ রান করে শিকার হন শাফিকুল ইসলামের।
বরিশালের হয়ে মুজিব উর রহমান, শাফিকুল ইসলাম দুটি করে এবং সাকিব, ব্রাভো, রানা নেন একটি করে ইউকেট।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.