ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’৷ শুধু সেরা ছবি নয়, সেরা চিত্রনাট্যর পুরস্কারও পেল সৃজিতের এই ছবি৷ ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, আরো ছিলেন অনির্বান ও তনুশ্রী৷
অন্যদিকে, কৌশিক গঙ্গোপাধ্যায় ‘জ্যেষ্ঠপুত্র’ সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ৷ এই ছবিতেও অভিনেতা প্রসেনজিতের সঙ্গে ছিলেন ঋত্বিক। এই ছবির জন্য সেরা আবহ সঙ্গীতের পুরস্কার পেয়ছেন সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়৷
১৯৭০ সালে উত্তর প্রদেশের ফৈজাবাদে 'গুমনামি বাবা'র আবির্ভাব নিয়ে ভারতে বেশ হৈ চৈ হয়েছিলো। অনেকেই মনে করেন এই গুমনামি বাবাই নাকি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে এই ধারণা কতটা সত্যি, তা নিয়েই বিতর্ক রয়েছে৷ সেই বিতর্ককে সঙ্গে করেই পরিচালক সৃজিত তৈরি করেছিলেন গুমনামি৷ আর, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক এবং ক্যারিয়ারের দ্বন্দ্ধ এই দুই বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’৷ ছবিটি বক্স অফিসে সফলও হয়েছিল৷