মিয়ানমারের সামরিক সরকার প্রতিবাদের এক নতুন রূপ দেখলো। রাজধানী নেপিডোর রাস্তায় বর্জনা ফেলে বিক্ষোভ করলো আন্দোলনকারীরা।
পৃথিবীতে যুগে যুগে আন্দোলন-সংগ্রামের সহিংস ও অহিংস যতো রূপ অতীতে দৃশ্যমান হয়েছে 'আবর্জনা ধর্মঘট' বা 'Garbage strike' সেসবের মধ্য অনন্য ও অভিনবতম। খবর রয়টার্স ও গার্ডিয়ান।
প্রতিবাদের নতুন এই কৌশলকে ‘সভ্য অবাধ্যতা’ ক্যাম্পেইন বলা হচ্ছে। আন্দোলনকারীরা সবাইকে আহ্বান জানাচ্ছে, সব বড় রাস্তার মোড়ে আবর্জনা ফেলতে।সামাজিক যোগাযোগ প্রচারপত্রে বলা হচ্ছে, ‘এই আবর্জনা ধর্মঘটের উদ্দেশ্য সেনাশাসনের বিরোধিতা করা। এতে সবাই অংশ নিতে পারবেন’।