প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর প্রতি অনাস্থা জানিয়ে ব্রাজিলে ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা একযোগে পদত্যাগ করেছেন।
সেনা প্রধান জেনারেল এডিসো লেয়াও পুঁজো, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ইয়ুকিস বারবোসা ও বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট বিগ্রেডিয়ার আন্তোনিও কার্লোস বেরমুজিস মঙ্গলবার (৩০ মার্চ) পদত্যাগ করেন। এর একদিন আগে প্রেসিডেন্টের অনুগত পররাষ্ট্রমন্ত্রী এরন্যাস্তো এরাউজো এবং প্রতিরক্ষামন্ত্রী ফের্নানন্দো আজেভেদো ই সিউভা সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
২০১৯ সালে দায়িত্ব গ্রহণের পর বর্তমানে বোলসোনারো সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পতিত হয়েছেন। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় অব্যবস্থাপনা এই সংকটকে দিকশূণ্যতায় ধাবিত করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে মঙ্গলবার করোনা ভাইরাসে ব্রাজিলে আগের সব রেকর্ড ভেঙে একদিনে তিন হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৬৪৬ জনে।
একইসময়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৪ জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক কোটি ২৬ লাখ ৫০ হাজারে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.