করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে তাকে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ার সাথে সাথে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।
রুহুল কবির রিজভী করোনা ভাইরাসে আক্রান্ত হলে গত ১৮ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.