যারা করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে সরকার।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, প্রথম দফায় সুরক্ষা অ্যাপে কিছু সমস্যা হলেও এবার আর হবে না। তিনি সুরক্ষা অ্যাপ পূরণ করে টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক ধরনের অপপ্রচার ছিল, অনেক ধরনের ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, টিকার বিরুদ্ধে। আজ দেশের জনগণ কিন্তু এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা টিকা গ্রহণ করেছে। যার কারণে আমরা করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ আজ গ্রহণ করতে পারলাম।’
করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল)। সকাল সাড়ে ৮টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়। একইসাথে যারা টিকার প্রথম ডোজ নেননি তাদেরকে টিকা দেওয়ার কার্যক্রমও অব্যাহত আছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.