ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চ্যাম্পিয়ন হলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতেছে ইমরুল কায়েসের দল।
মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। ৬ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারায় শেখ জামাল। এসময় ত্রাতা হিসেবে হাজির হন নুরুল হাসান। তার ৮১ বলে ৮১ রানের অপরাজিত ইনিংসে ৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে প্রথমবার শিরোপা জেতার উল্লাসে মাতে শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২২৯/৬ (নাঈম শেখ ১৬, লিটন ৪, শান্ত ৮, হৃদয় ৫৩, আফিফ ২৯, মোসাদ্দেক ১৫, জাকের ৪৭*, সাইফ উদ্দিন ৪৪*; জিয়াউর ১০-১-৩৬-২, রাসুল ১০-২-৪০-১, রবিউল ৬-০-২০-০, সাইফ ৪-০-১৯-১, সুমন ৭-০-৪৭-১, মৃত্যুঞ্জয় ৪-০-২৫-০, সানজামুল ৯-০-৪০-১)
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের নতুন রেকর্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৭ ভয়ারে ২৩২/৬ (সৈকত ১৭, সাইফ ১৫, ইমরুল ১৫, মুশফিক ১৬, সোহান ৮১*, রবিউল ৩, রাসুল ৩৩, জিয়াউর ৩৯*; সাইফ উদ্দিন ৮-১-৩৬-২, তানভীর ১০-৩-২৩-১, তানজিম ১০-০-৬৭-১, শহিদুল ৭-১-৪১-০, মোসাদ্দেক ৮-০-৩৫-১, আফিফ ১-০-৭-০, শান্ত ৩-০-২৩-১)
ফলাফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.