নীরব ভোট বিপ্লবের মাধ্যমে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আবারো নির্বাহী মেয়র হিসেবে জয়লাভ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী লুতফুর রহমান। এম্পায়ার পার্টির লুতফুর রহমান তার প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগসের চেয়ে সাত হাজার ৩ শ ১৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ মে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শ্বাসরুদ্ধকর নির্বাচনে ইতিহাস গড়ে আবারো শেষ হাসি হেসেছেন লুতফুর রহমান। এস্পায়ার পার্টির প্রার্থী হিসেবে লুতফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০ ৪ ভোট।
লুতফুর রহমানের প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪ শ ৮৭ ভোট। নির্বাহী মেয়র হিসেবে জয়লাভের পর একান্ত সাক্ষাতকারে লুতফুর রহমান বলেন, রাজনৈতিক দল নয় টাওয়ার হ্যমলেটসের জনগণই মূল ধারা, আর ভোটের ফলাফলেই সেটি প্রমানিত হয়েছে।
নির্বাচনে মোট সাতজন প্রার্থীর কেউই ৫১ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় পছন্দের মেয়রকে বেছে নিতে হয়েছে চূড়ান্ত ফলাফলের জন্য। প্রথম দফায় লুতফুর রহমান পেয়েছেন ৩৯ হাজার ৫৩৩ ভোট, জন বিগস ২৭ হাজার ৮৯৪ ভোট।
অন্যদিকে দ্বিতীয় পছন্দের মেয়র হিসেবে লুতফুর পেয়েছেন এক হাজার ২৭১ ভোট, জন বিগস পেয়েছেন পাঁচ হাজার ৫৯৩ ভোট। বিগসের সাথে লুতফুরের জয়ের ব্যবধান সাত হাজার ৩ শ ১৭ ভোট।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর বাংলাদেশী প্রার্থী লিবারেল ডেমেক্রেট দলের রাবিনা খান পেয়েছেন ছয় হাজার ৪৩০ ভোট। কনজারভেটিভ পার্টির এলিয়ট ওয়েভার পেয়েছেন ৪ হাজার ২৬৯ ভোট।
এ নির্বাচনে মোট দুই লাখ পাঁচ হাজার ১৮৯ জন রেজিষ্ট্রার্ড ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.