ক্রিকেট মাঠের বাইজ গজ থেকে এবার চলচ্চিত্র প্রযোজনায় নামছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। শিগগিরই তামিল একটা সিনেমার মাধ্যমের প্রযোজকের খাতায় নাম লেখাচ্ছেন ধোনি। ধোনির প্রথম সিনেমার নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারা।
বৃহস্পতিবার (১২ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল শেষ হওয়ার পরে সিনেমা প্রযোজনার বিষয়ে বিশাল ঘোষণা করা হবে বলে জানা গেছে। ঘোষণার আগে সিনেমার জন্য শক্তিশালী একটি টিম গড়ছেন তিনি। প্রথম সিনেমার নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারা।
এর আগে, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ধোনির জীবন কাহিনী নিয়ে এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি নামের একটি সিনেমা। বহুভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এতে ধোনির চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। তার সঙ্গে ছিলেন, দিশা পাটানি এবং কিয়ারা আদভানি।
একাত্তর/এসএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.