ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

পাঁচ বছরের আক্ষেপ মেটাতে কি পারবে টাইগাররা

এহতেসাম সবুজ, একাত্তর
প্রকাশ: ১৪ মে ২০২২ ২০:৪৮:৩৮
পাঁচ বছরের আক্ষেপ মেটাতে কি পারবে টাইগাররা

বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ বছর ধরে টেস্ট না জেতার আক্ষেপ মেটাতে, ওরা কি পারবে দেশের মাঠে তাদের বিপকএ প্রথম জয় তুলে নিতে পথটা কঠিন হলেও ক্রিকেটাররা বিশ্বাসী বিপরিতে হাজারটা পরিসংখ্যান থাকলেও টাইগাররা চাইছে নতুন ইতিহাস গড়তে

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজটাকে আড়ালে রেখে সাকি'ই এখন আলোচনার কেন্দ্রে টাইগার ক্রিকেটে সাকিব সবচেয়ে বড় শক্তির জায়গা কিন্তু দিনশেষে তো জয়ের হাসি কিংবা পরাজয়ের গ্লানি সবটাই যায় দলের উপর, বাংলাদেশের উপর পরে নজর

এই শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা সুখস্মৃতি নেই টেস্ট ক্রিকেটে একটাই জয় ২০১৭ সালে কলোম্বোতে অথচ ২২টা টেস্ট খেলা হয়ে গেছে লঙ্কানদের বিপক্ষে এক জয়ের বিপরিতে ১৭টাতেই হার সাত্ত্বনার ড্র কেবল চারটাতে

এই পরিসংখ্যানে বাংলাদেশ ভিত হতে বাধ্য কারণ প্রতিপক্ষের ঘরে গিয়ে একটা ম্যাচ জিততলেও নিজেদের আস্তানায় একবারের জন্যও হুঙ্কার তুলতে পারেনি বাঘের দল অর্থাৎ হোম কন্ডিশনে একটাও ম্যাচ জিততে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার এই ইতিহাসে নতুন গল্প হবেতো চট্টগ্রামে কিংবা ঢাকাতে

মুশফিকুর রহিমের ব্যাটে যেন উই পোকার বসবাস, রান আসছেই না মুশির অফফর্ম মানেতো দলের ভোগান্তি অথচ শ্রীলঙ্কার বিপক্ষে এই কান্ডারি'ই বাংলার সেরা ব্যাটসম্যান দুইদলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে মুশফিকই সবর্চোচ্চ হাজার রানের মালিক

এরপরেই আছেন ব্যাডপ্যাচে থাকা আরেক ব্যাটসম্যান ক্যাপ্টেন মুমিনুল হক, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছেন ৮৮৪ লঙ্কান ক্যাপ্টেন দিমুথ করুনারত্নে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশী রান পেয়েছেন সেরা চারের শেষ নাম তামিম ইকবাল

বর্তমান ক্রিকেটারদের মধ্যে দুই দলের ব্যক্তিগত সর্বাধিক রানের হিসেবে এগিয়ে শ্রীলঙ্কা গেলো বছর পাল্লেকেলে টেস্টে ওদের ক্যাপ্টেন করেছিলেন ২৪৪ রান বাংলাদেশিদের মধ্যে ২০১৩'র সেই বিখ্যাত গল টেস্টে মুশিকের করা ডাবল সেঞ্চুরি এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ

সিরিজের আগে সাকিবকে নিয়ে কেন এতো কথা পরিসংখ্যানে তাকালেই স্পষ্ট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী উইকেট শিকারি বোলার তিনিই ৭ ম্যাচে ২৯ উইকেট আর বর্তশান দলে থাকা লঙ্কানদের মধ্যে সুরাঙ্গ লাকমাল নিয়েছেন সর্বাধিক ২১ উইকেট

সাম্প্রতিক সময়ে অতিমাত্রার স্পিনে বোলার নির্ভর টেস্ট খেললেও লঙ্কানদের বিপক্ষে বরাবরই ব্যাটিংয়ে আধিপত্য দেখা যায় দলীয় সর্বোচ্চ সংগ্রহে অবশ্য লঙ্কানরাই এগিয়ে

আরও পড়ুন: পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার, বিরল 'ব্লাড মুন' দেখবে বিশ্ব

২০১৪ সালে বাংলাদেশ সফরে এসে মিরপুরে ৭৩০ রানের বিশাল পুজি গড়েছিলো একটা ডবলের সাথে সেই ইনিংসে ছিলো তিনটা সেঞ্চুরি

বাংলাদেশও তাদের সেরাটা দেখিয়েছিলো প্রতিপক্ষের মাঠে ২০১৩'র গল টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি সেবার ৬৩৮ রানের পাহাড়সব ইনিংস গড়েছলো টিম টাইগার্স

এই ইতিহাসকে সাক্ষী মানলে বাংলাদেশ থাকবে ব্যাকফুটে কিন্তু পরিসংখ্যানতো বদলে যাবার বদলে নেবারই এক খেলা ঘরের মাঠে কড়া চাপে থাকা বাংলাদেশ এবার কি পারবে বদলে নিতে, বদলে দিতে


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads