আর্থিক জালিয়াতি সংঘটনে বহুমুখী প্রতিভার অধিকারী পি কে হালদার বিত্ত-বৈভব আর আয়েশি জীবনে অভ্যস্ত হলেও গত চারটে দিন তাকে এক জামা-প্যান্ট পড়েই কাটাতে দেখা গেছে।
গত শনিবার (১৪ মে) পশ্চিমবঙ্গের অশোকনগরের একটি বাড়ি থেকে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করা হয়। সেই থেকে এক কাপড়েই আছেন তিনি।
গ্রেপ্তার হওয়ার পর থেকে ১০০ ঘণ্টার বেশি সময় ধরে একই পোশাকে রয়েছেন কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা শীর্ষ এই ব্যাংক কর্মকর্তা।
প্রায় চারদিন হতে চললো পি কে হালদার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এই সময়ের মধ্যে তার সঙ্গে দেখা করতে আসেননি কোনো স্বজন।
এমনকি তার সঙ্গে একই সময়ে গ্রেপ্তার হওয়া তার সহযোগীদের কোনো স্বজনও তাদের সঙ্গে দেখা করেনি। তাই এক পোশাকেই তাদের দিন পার করতে হচ্ছে।
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা পি কে হালদারকে গ্রেপ্তার করার পরই আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেয় ইডি।
আরও পড়ুন: পি কে হালদারকে আরও ১০ দিনের রিমান্ডে পেলো ইডি
তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১৭ মে) কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় পিকে হালদারকে। তার আগে সকালে ইডির দপ্তর পিকে’কে নেয়া হয় বিধান নগর মহকুমা হাসপাতালে।
সেখানে নিয়মিত মেডিক্যাল চেকআপ শেষে সকাল সাড়ে ৯টার দিকে আবারও কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.