বাংলাদেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এবার দেশের বাইরে এক্সপোর্ট যাত্রা শুরু করেছে। গত ৩১ মার্চ স্বপ্ন তার এক্সপোর্ট যাত্রা শুরু করে।
‘স্বপ্ন’ প্রথম কনসাইটমেন্টে পটল, ঢেঁড়শ, কাচা আম, আলু, করলাসহ ২৬ ধরনের সবজি ও ফল হংকংয়ে এক্সপোর্ট করে। গত রোববার ১৫ মে স্বপ্ন দ্বিতীয় এক্সপোর্টটি করে। এরমধ্যে স্বপ্নের গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউও আছে।
স্বপ্ন’র এক্সপোর্ট ইনিশিয়েটিভের অ্যাডভাইজার ও টিম লিডার সাইফুল আলম বলেন, গত ৩১ শে মার্চ স্বপ্ন এক্সপোর্ট শুরু করে।
গত রোববার যে এক্সপোর্ট হংকং মার্কেটে করা হয় তার মধ্যে স্বপ্ন’র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউ রয়েছে। এছাড়া সাতক্ষীরার ১০০ কেজি আম পাঠানো হয়।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আমের এক্সপোর্টে সহযোগিতা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে স্বপ্ন প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের মেম্বার।
আরও পড়ুন: ভারতে আইনি প্রক্রিয়া শেষে পিকে হালদারকে ফেরানো যাবে
স্বপ্নর গ্লোবাল গ্যাপ উদ্যোগে ইউএসএআইডি বিশেষ সহযোগিতা করেছে। এখন থেকে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সাত ধরনের পণ্য ‘স্বপ্ন’ রপ্তানি করতে পারবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.