নড়াইলের লোহাগড়ায় দু'দলের সংঘর্ষে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর শরীফ (৫৫) শামুকখোলা গ্রামের মৃত ওয়াদুদ শরীফের ছেলে।
এ ঘটনায় আহত মফিদুল কাজী (৬০) ও আশরাফ আলীকে (৬৫) লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শামুকখোলা গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিম কাজী ও হোসেন খন্দকারের গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
এই বিরোধের জেরে এক সপ্তাহ আগে উভয় গ্রুপের নেতাদের লোহাগড়া থানায় ডেকে এনে ভবিষ্যতে দ্বন্দ্ব বিরোধ করবে না এই মর্মে লিখিত দিয়ে থানায় মুচলেকা নেয়া হয়।
এরপর সোমবার (১৬ মে) আলিম কাজী দলের লোক ওবায়দুল কাজীর একটি গরু ধরে নিয়ে যান হোসেন খন্দকারের দলের লোকজন।
এর জেরে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ বেধে যায়। এসময় মফিদুল কাজী ও আশরাফ আলী আহত হন।
এরপর আলীম কাজীর দলের মিজানুর শরীফ মানিকগজ্ঞ বাজার থেকে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো সড়কি দিয়ে তার বুকে কোপ দেন।
আরও পড়ুন: প্রতিপক্ষের হাতে ইয়াবা কারবারির মৃত্যুর পর দু'পক্ষের সংঘর্ষ
স্থানীয়রা তাকে মানিকগজ্ঞ বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।
জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.