প্রয়োজন মনে না করায় আফগানিস্তানের পাঁচ দপ্তর বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় দেশটির সরকার।
বন্ধ করে দেয়া দপ্তরের মধ্যে আছে, দেশটির মানবাধিকার কমিশন, হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), জাতীয় নিরাপত্তা পরিষদ এবং আফগান সংবিধান বাস্তবায়নের দায়িত্বে থাকা দপ্তর।
তালেবান ক্ষমতায় আসার আগে তালেবান এবং তৎকালীন সরকারের মধ্যে শান্তি আলোচনার কাজ করছিলো এইচসিএনআর।
আফগানিস্তানে আর্থিক সঙ্কটের পরিস্থিতিতে এসব দপ্তর অপ্রয়োজনীয় জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে তালেবান সরকার।
তালেবান মুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি বলেন, এসব দপ্তর প্রয়োজনীয় বলে মনে করা হয়নি এবং বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই এই দপ্তরগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্ষমতায় আসার পর গেল শনিবার দেশের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করে তালেবান সরকার। বাজেট পেশের সময় জানানো হয়, তিন হাজার ৮৯৬ কোটি টাকার ঘাটতিতে রয়েছে।
বার্ষিক জাতীয় বাজেটে শুধুমাত্র সক্রিয় দপ্তরগুলো দিকে নজর দেয়া হয়েছে। তবে প্রয়োজন পড়লে বাদ দিয়ে দেয়া দপ্তরগুলোকে আবার সক্রিয় করা হবে বলেও উল্লেখ করেন তালেবান মুখপাত্র।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.