বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাদব জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হয়েক নানা শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন আবদুল গাফফার চৌধুরীর ছেলে অনুপম চৌধুরী। তিনি বাবার জন্য সবার দোয়া কামনা করেন।
দুপুরে জানাজা শেষে মরদেহ আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে নেওয়া হয়। সেখানে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ইভিএমের খুঁত ধরতে জুনে আসছে বিশেষজ্ঞ দল
গাফফার চৌধুরী দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগলেও বাংলাদেশ হাই-কমিশন সূত্র জানিয়েছে ৮৮ বছর বয়সী গাফফার চৌধুরী হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.