এক মাস পর দেশে করোনায় মৃত্যুর খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৮ জন। এর আগে গত ২০ এপ্রিল করোনায় মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিন অ্যান্টিজেনসহ তিন হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ১৬ জন। দৈনিক সংক্রমণের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।
শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ২০৪। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৮৭।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪৭ জন।
এদিন করোনায় মৃত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৪১ থেকে ৫০ এর মধ্যে।
আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধন জুনের শেষ সপ্তাহে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.