কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪মে) সকাল ৮টার দিকে ইনানী শফির বিল প্রাইমারি স্কুলের পশ্চিমে পয়েন্ট থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অলিওর রহমান।
তিনি স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, সকালে স্থানীয় কয়েকজন জেলে সাগরে মাছ শিকার করতে গেলে সমুদ্র পাড়ে পরিত্যক্ত আবস্থাতে একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের খবর দিলে তারা আমাদের খবর দেন। তবে এখনো পর্যন্ত মৃতের পরিচয় মেলেনি। হয়তো বা কোনো পর্যটক হতে পারে।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালেপ্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একাত্তর/এসএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.