চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেছেন, যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু জাতির নাগরিকরা দীর্ঘকাল ধরে বর্ণবাদের শিকার হয়ে আসছেন, যা দেশটির সমাজের অন্তর্নিহিত রোগ।
সোমবার বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ওয়াং ওয়েন পিন বলেন, যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান, আদিবাসী, ল্যাতিন-আমেরিকান, এশিয়ান-আমেরিকান ও মুসলমানসহ নানা সংখ্যালঘু জাতির নাগরিকরা বর্ণবাদের শিকার হচ্ছেন। আফ্রিকান-আমেরিকানরা অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও আইনী সমতা ও সরকারে অংশগ্রহণসহ নানা দিক দিয়ে শ্বেতাঙ্গদের চেয়ে পিছিয়ে আছে।
তিনি আরও বলেন, নারী আফ্রিকান-আমেরিকানদের কারাদন্ডে দন্ডিত হওয়ার হার শ্বেতাঙ্গদের তুলনায় দ্বিগুণ এবং পুরুষদের ছয়গুণ। আর আফ্রিকান-আমেরিকানদের পুলিশের গুলিতে নিহত হওয়ার হার শ্বেতাঙ্গদের তুলনায় তিনগুণ।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ৩০
এদিকে শনিবার ওয়াশিংটন পোস্ট ও আইপিএসওএস কনসাল্টিং কোম্পনির যৌথ এক জরিপে জানা গেছে, নিউইয়র্কে ব্যাপক গুলিবর্ষণের ঘটনার পর ৭৫ শতাংশ আফ্রিকান-আমেরিকান বর্ণবাদী হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন।
জরিপ থেকে আরও জানা গেছে, গত ৫ বছরে শ্বেতাঙ্গদের সবকিছুতে অগ্রাধিকার দেওয়া আরও গুরতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.