ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করতে মঙ্গলবার (২৪ মে) ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনারা সর্বাত্মক হামলা শুরু করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এই হামলার ফলাফলের ওপরেই ওই অঞ্চলে রুশ বাহিনীর সফলতা বা ব্যর্থতা নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর তিন মাস পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ভূগর্ভস্থ মেট্রো চালু করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এই ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে হাজার হাজার বেসামরিক মানুষ টানা কয়েক মাস ধরে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় নিয়ে রয়েছে।
পুনরায় মেট্রো চালু গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বড় সামরিক সাফল্যে হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ইউক্রেন চাইছে গত মার্চে রাজধানী কিয়েভের মতোই রুশ বাহিনীকে মূলত খারকিভের আর্টিলারি রেঞ্জের বাইরে ঠেলে দিতে।
যুদ্ধের সর্বশেষ পর্বের নির্ণায়ক লড়াইগুলো এখনো ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলেই চলছে। মস্কো এখন মূলত পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে এবং মূল পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে একটি এলাকায় আটকে রাখার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে এরই মধ্যে হুমকিতে পড়েছে বিশ্ব অর্থনীতি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.