ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই কমপক্ষে একটি করে গণশৌচাগার
নির্মাণ করার কথা জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গণমাধ্যমকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার নগরীর যাত্রাবাড়ী
এলাকার জনপথ মোড়ে একটি গণশৌচাগার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
মেয়র তাপস বলেন, রাজধানীর মানুষের দীর্ঘ দিনের দাবি ছিলো বেশি লোক
সমাবেশ ঘটে এমন এলাকায় একটি করে গণশৌচাগার নির্মাণ করার।
তিনি বলেন, সেই দাবি পূরণে কাজও শুরু হয়েছে। দক্ষিণ সিটির সব ওয়ার্ডের
একটি করে পাবলিক টয়লেট বা গণশৌচাগার নির্মাণ করা হবে।
পরবর্তীতে জরিপ করে আরও পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে মেয়র বলেন, চাহিদা
অনুযায়ী এই কাজের পরিধি বাড়ানো হবে, তবে প্রাথমিক পর্যায়ে আমরা এই লক্ষ্য নিয়ে এগিয়ে
চলেছি।
তিনি আরও বলেন, ঢাকার ৫০ নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে আধুনিক ওয়ার্ড তৈরি
করা হয়েছে। এটি অত্যন্ত নিয়ম ও শৃঙাখলা অনুযায়ী পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করা হবে।
বলেন, চলমান একটি প্রকল্প হতে অর্থ সাশ্রয় করে আমরা এই কাজটি করেছি। সুতরাং অর্থের অপচয় ঠেকাতেই এবং সঠিকভাবে জনগণের কল্যাণ হয় সে দিকটা আমরা নজরে রাখছি।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.