ঢাকা টেস্টের চতুর্থ দিনের পুরোটাই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৭৯ রানে। তবে, এরিমধ্যে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।
বাংলাদেশের জয়ের জন্য সারাদিন মাটি কামড়ে ২২ গজে পড়ে থাকতে হবে। রানের জন্য নিশ্চিতভাবেই খেলবে না স্বাগতিকরা। ফলে উইকেট আগলে রাখার কাজটাই বাংলাদেশের এখন আসল পরীক্ষা।
অতীতে এমন পরিস্থিতিতে ম্যাচ বাঁচানোর খুব একটা রেকর্ড নেই বাংলাদেশের। হাতেগোনা দুয়েকবার যা হয়েছে সেসব সুখস্মৃতিতে আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ।
গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে স্কোরবোর্ডে ৩৪ রান তোলে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম।
১০৭ রানে পিছিয়ে থেকে আজ শুক্রবার টেস্টের পঞ্চম দিন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই মুশফিককে হারায় টাইগাররা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ ভেট্টোরি
এ পরিস্থিতিতে অন্তত ড্রয়ের স্বাদ পেতে হলে বাংলাদেশকে লম্বা সময় উইকেটে থাকতে হবে। নয়তো হার জুটতে পারে মুমিনুলদের। কারণ আগের রান টপকে যদি শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য বাংলাদেশ দিতে না পারে তাহলে অনায়সেই ফল নিজেদের পক্ষে নিতে পারবে শ্রীলঙ্কা।
পঞ্চম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৬
বাংলাদেশ ২য় ইনিংস: ২২ ওভারে ৫৬/৫
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.