নাটোরের সিংড়ায় জলার বাতা ব্রিজের রেলিং থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে আটটায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত যুবকের নাম সাগর (২৪)। সিংড়া বাসস্ট্যান্ডে সাগর সু ষ্টোর নামে একটি জুতার দোকান রয়েছে তাদের। তিনি পৌর এলাকার গোডাউনপাড়ার আ. মান্নানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর তার বাবার সাথে মোটরসাইকেলে যাচ্ছিল। পথে ব্রিজের ওপর চাকার সাথে কিছু একটা বাধে। ব্রিজের ওপরই মোটরসাইকেল থামিয়ে তার বাবা চাকা পরিষ্কার করার সময় সাগর ব্রিজের রেলিং থেকে পড়ে যায়। প্রতিবন্ধী হওয়ার কারণে সাতরে পারে উঠতে পারেননি তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.