বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএনজি চালিত অটোরিকশার যাত্রী হয়ে ইয়াবা বহন করছিলেন তিনি।
শুক্রবার (২৭ মে) দুপুরে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহেল শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তাজুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।
এসআই আরিফুল জানান, সোহেল সিএনজি চালিত অটোতে করে ইয়াবা নিয়ে বগুড়ার শেরপুর উপজেলা থেকে শাজাহানপুরের মাঝিড়ার দিকে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নয়মাইল এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। সেখানে সোহেলকে বহন করা অটো থামিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.