খননের কারণে আবারও প্রাণ ফিরে পেয়েছে পঞ্চগড়ের টাঙ্গন
নদী। এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন
কর্তৃপক্ষ পঞ্চগড় অঞ্চলের আওতায় এই নদীটি খননের পর প্রায় দুই হাজার একর জমি সেচের আওতায়
এসেছে। বরেন্দ্র উন্নয়ন
কর্তৃপক্ষ বলছে, শুধু নদীর গতিপ্রবাহ নয়, নদীর
মাঝে থাকা গভীর জলাধারও খননের মাধ্যমে উদ্ধার হয়েছে।
টাঙ্গন নদী বাংলাদেশ-ভারতের মধ্য দিয়ে সমানভাবে
প্রবাহিত। এটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ
করেছে। টাঙ্গন পুনর্ভবা নদীর একটি উপনদী।
কিন্তু খনন না করায় কয়েক দশক আগে শুকিয়ে হারিয়ে গিয়েছিলো
বাংলাদেশ অংশে পঞ্চগড়ের টাঙ্গন নদী।
পরে সেই নদী এখন আবারও তার স্রোত ফিরে পেয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যেগে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের
এই নদী খনন প্রকল্পের কারণে এরই মধ্যে দুই হাজার একর জমি সেচের আওতায় এসেছে।
হারিয়ে যাওয়া নদী পুনরুদ্ধারের ফলে এলাকার কৃষি, মাছ চাষ ও অর্থনীতি সহ পরিবেশ রক্ষায় নতুন সম্ভাবনা দেখছেন মানুষ।
জেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্মকর্তা জানান, বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারন প্রকল্পের আওতায় টাঙ্গন
নদী খনন করা হয়েছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.