কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। তাকে উদ্ধার করতে কাজ করছে টুরিস্ট পুলিশ।
শুক্রবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে আধা কিলোমিটার দূরে স্বজনদের সাথে গোসলে নামেন ফিরোজ সিকদার (২৭) নামে ওই পর্যটক। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মিলন সিকদারের ছেলে।
স্বজনরা জানান, তারা প্রথমে ভেবেছিলেন ফিরোজ হোটেল রুমে চলে গেছেন। কিন্তু পরে তাকে না পেয়ে টুরিস্ট পুলিশকে জানানো হয়।
কুয়াকাটা টুরিস্ট পুলিশের এএসপি মো. আব্দুল খালেক জানান, বিকাল সাড়ে চারটার দিকে নিখোঁজ যুবকের সাথে থাকা স্বজনরা জানান ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাগরে গোসল করতে নামার পর থেকে ফিরোজের সাথে তার সঙ্গীদের দেখা হয়নি। সাগরে ভাটার টানে তিনি ভেসে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: খননের পর প্রাণ ফিরেছে মৃতপ্রায় টাঙ্গন নদীতে
এএসপি মো. আব্দুল খালেক আরও জানান, তারা তাৎক্ষণিক দুটি ওয়াটার বাইক ও একটি স্পিডবোট নিয়ে নিখোঁজ যুবকের সন্ধান শুরু করেন। এছাড়া ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, ফায়ার সার্ভিসের চার সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে পটুয়াখালী থেকে একটি ডুবুরি দল কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.