পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে। সেতুর দুই প্রান্ত ও মূল সেতু মিলে বসানো হয়েছে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট। পুরো সেতুতে টানা হয়েছে বৈদ্যুতিক ক্যাবলও।
পহেলা জুন সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবে। এরপর প্রতিদিনই সময়মতো জ্বালানো হবে সেতুর আলো। আলোকিত থাকবে পদ্মা সেতু।
শুধ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করাই নয়, পদ্মা সেতুতে ক্যাবল টানার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে উৎপাদিত বিদ্যুৎও সারাদেশে ছড়িয়ে দেয়ার পথ তৈরি হলো।
প্রমত্তা পদ্মা নদীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে গর্বের আর আত্মমর্যাদার পদ্মা সেতু। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এই সেতুতে শুরু হবে যানবাহন চলাচল।
দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় রচিত হবে এক নতুন ইতিহাস। উদ্বোধনের আগে এরিমধ্যে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শেষ করেছে শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১৫টি সড়ক বাতি বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি সড়ক বাতি বসানো হয়েছে।
গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সড়ক বাতি বসানোর কাজ শুরু হয়। চলতি বছরের ১৮ এপ্রিল এসব সড়ক বাতি ও এর ভেতরে বাতি লাগানোর কাজ শেষ হয়।
এরপর পুরো সেতুতে টানা হয়েছে বৈদ্যুতিক ক্যাবল। আর সেতু কর্তৃপক্ষের অনুরোধে ৩০ মের আগেই পদ্মা সেতুতে বিদ্যুতের সংযোগ দেয়া হয়।
সেতু কর্তৃপক্ষ জুনের প্রথম সপ্তাহের মধ্যে সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ চেয়েছে। এরই মধ্যে সংযোগ দেয়ার কাজ শেষ হয়েছে। সেই সংযোগ পরীক্ষা নিরীক্ষার কাজও শেষ পর্যায়ে আছে।
আরও পড়ুন: উড়োজাহাজ ক্রয়ে স্কাই এয়ারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
দেশের সবচেয়ে বড় পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনটিও পদ্মা সেতুর মাধ্যমেই ঢাকায় পর্যন্ত নিয়ে আসা হবে। এটিকেও এক যুগান্তকারী অগ্রগতি বলছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো.জুলফিকার রহমান জানান আগামী পয়লা জুন সেতুর ল্যাম্পপোস্টগুলোতে পরীক্ষামূলকভাবে আলো জ্বালানো হবে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.